ছায়াছন্দ প্রতিবেদক : কাজ নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নিয়মিত মডেলিং ও টিভি নাটকে অভিনয় করছেন তিনি। করোনার এই কঠিন সময়েও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘প্রিয়জন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। শামীম জামানের পরিচালনায় এতে আ খ ম হাসানের বিপরীতে অভিনয় করছেন হিমি। ‘লাইসেন্স’ শিরোনামের একটি একক নাটকেও কাজ করেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকের পাশাপাশি একটি বিজ্ঞাপন ও শর্টফিল্মে কাজ করেছেন হিমি। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে হিমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন। জানুয়ারিতে এর শুটিং শুরুর কথা রয়েছে।
এ ব্যাপারে হিমি জানান, বঙ্গবন্ধুর বায়োপিকে শুটিংয়ের ব্যাপারে আমাকে এখনো অফিসিয়ালি জানানো হয়নি। আমার অংশটা কবে শুরু হবে এটা এখনো জানি না।
অভিনয় নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে হিমি বলেন, যেভাবে চলছে এভাবেই কাজের গতিটা ধরে রাখতে চাই। আরো ভালো করতে চাই। অভিনয়ে আরো পরিণত হওয়ার লক্ষ্য থাকবে। প্রসঙ্গত, ‘রঙ-আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন হিমি। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর নিয়মিত মডেলিং ও টিভি নাটকে অভিনয় করছেন হিমি। শোবিজে ক্যারিয়ার শুরুর অল্প কিছুদিনের মধ্যেই বেশ ভালোই প্রশংসিত হন তিনি।
আপনার মন্তব্য দিন