ছায়াছন্দ প্রতিবেদক : সঙ্গীতশিল্পী হায়দার হোসেন এখন ব্যস্ত রয়েছেন একটি ফুড কোর্ট নিয়ে। ৩০০ ফিটে অবস্থিত এই ফুড কোর্টটির নাম ‘ফ্লেবস্ অব ফায়ার’।গানের পাশাপাশি এবার ব্যবসায় মনোনিবেশ করলেন তিনি। এই প্রসঙ্গে হায়দান হোসেন বলেন, আমি গানের মানুষ। গানের পাশাপাশি এই ব্যবসাটি শুরু করতে যাচ্ছি। আমি ফুড কোটর্টি নতুন করে সাজানোর চেষ্টা করেছি। এখানে আমরা রেখেছি মাল্টিপল কোজিন। অনেক ধরনের খাবারের সমারোহ থাকছে এখানে। স্বাদে-গন্ধে খাবারে ভিন্নতা থাকছে। তিনি আরও বলেন, চেষ্টা করছি পারিবারিক একটি পরিবেশ তৈরি করতে, যেখানে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে আড্ডা ও মজার মজার খাবার খাওয়া যাবে। এই ফুড কোর্টের প্রধান আকর্ষণ হচ্ছে গান-বাজনা। আমরা সুন্দর একটি স্টেজও তৈরি করেছি, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা যেখানে গান পরিবেশন করবেন।
এদিকে, নতুন গান সম্পর্কে হায়দার হোসেন বলেন, ‘নতুন কিছু গান নিয়ে পরিকল্পনা করছি। গানটা আবারও পুরোদমে শুরুর ইচ্ছে আছে। উল্লেখ্য, জীবনমুখী গানের নন্দিত সংগীতশিল্পী হায়দান হোসেন। সামাজিক, রাজনৈতিক কিংবা দেশের যেকোনো অস্থির সময়ে তিনি কণ্ঠে তুলেছেন প্রতিবাদী গান।
আপনার মন্তব্য দিন