
কুসুম জানান, সাহিত্যের সঙ্গে তার সম্পৃক্ততা সেই ছেলেবেলা থেকেই। এর আগে ‘নীল ক্যাফের কবি’ নামে কবিতার বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি পেয়েছেন সিটি আনন্দ আলো পুরস্কার। এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখা নতুন গল্পের বই ‘অজাগতিক ছায়া’। এটি তার দ্বিতীয় গল্পের বই।
জানা গেছে, এবারের বইমেলায় তাম্রলিপি প্রকাশনী’র ১৬ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ‘অজাগতিক ছায়া’ বইটি।এছাড়াও রকমারি ডটকমসহ সকল অনলাইন বুকশপে উপন্যাসটি পাওয়া যাচ্ছে বলে কুসুম জানিয়েছেন।

কুসুম সিকদার তার লেখা এই বইটি প্রসঙ্গে বলেন, রহস্য ও রোমাঞ্চ ঘরানার বই এটি। পড়তে গিয়ে পাঠকরা অলৌকিক একটা আবহের মধ্যে ডুবে যাবেন। এর বেশি বলতে চাই না। বাকিটা পাঠক পড়লেই বুঝতে পারবেন। আমি আশা করছি – বইটি সব শ্রেণীর পাঠকের পছন্দ হবে।
২০০২ সালে ‘লাক্স – চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার বিজ্ঞাপনচিত্র ও নাটকের জনপ্রিয় তারকা হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি ছবি। তবে অনেক দিন ধরেই তিনি অভিনয় থেকে দূরে আছেন। কিন্তু নিয়মিত লেখা করছেন তিন। সেই সঙ্গে গানও করছেন কুসুম সিকদার।
আপনার মন্তব্য দিন