ছায়াছন্দ প্রতিবেদক : মুম্বাইয়ে শুটিং চলমান অবস্থাতেই শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শিল্পী তালিকায় আকস্মিক পরিবর্তনের খবর পাওয়া গেছে। জানা গেছে, এই ছবির তাজউদ্দীন আহমদ চরিত্রে ফেরদৌসের অভিনয়ের কথা থাকলেও এই চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। ইতিমধ্যে রিয়াজ ভারতের মুম্বাইয়ে তার প্রথম লটের শুটিংও করে এসেছেন বলে জানা গেছে। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ফেরদৌসের পরিবর্তে তাজউদ্দীন চরিত্রে রিয়াজ নেওয়া হয়েছে। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন – টেকনিক্যাল কারণে ফেরদৌস অভিনয় করতে পারছেন না।
শুটিং চলাকালীন অভিনেতা পরিবর্তনের কারণ সম্পর্কে মোহাম্মদ হোসেন জেমী বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে ভারত প্রবেশে ফেরদৌসের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি ওই দেশে কালো তালিকা ভূক্ত হওয়ায় তার পক্ষে শুটিং করতে ভারত যাওয়া সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, মূলত এই কারণেই ‘বঙ্গবন্ধু’ বায়োপিক টিম থেকে ফেরদৌস বাদ পড়লেন। তার বদলে সেখানে যোগ দিলেন রিয়াজ।
উল্লেখ্য, ভারতের গেলো লোকসভা নির্বাচনে বাংলাদেশি হয়েও পশ্চিমবঙ্গে তৃণমূলের এক নেতার জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে ফেরদৌস ভারতে কালো তালিকাভুক্ত হন। আর সেই জন্যেই বাযোপিকের শুটিংয়ে ভারত যেতে পারেননি এই তারকা।
আপনার মন্তব্য দিন