
জানা গেছে, চলতি বছর মিলি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে প্রশংসা পান। বছরের শেষ প্রান্তে এসেও একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। তবে এটা জনসচেতনতামূলক বিজ্ঞাপনচিত্র। তৌহিদ মিতুলের নির্দেশানায় এবার তিনি ই – পাসপোর্টের একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন। এতে তিনি ই – পাসপোর্টের ব্যাপারে জনগণকে আহ্বান জানাবেন। জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
নতুন এই বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, একজন শিল্পীর অনেক দায়িত্ব। শুধু অভিনয় করেই আমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। শিল্পী হিসেবে সমাজের প্রতি, দেশের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই বিজ্ঞাপনচিত্রটি করা। আশা করছি – এটি সবার ভালো লাগবে, তেমনি দেশের আপামর মানুষজন উপকৃত হবেন।
আপনার মন্তব্য দিন