ছায়াছন্দ প্রতিবেদক : কলকাতার চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রসেনজিৎ থেকে ‘বুম্বাদা’ যেমন হয়ে উঠেছেন, তেমনি তিনি কলকাতার চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া একজন মহাতারকা। টালিউডে দর্শক যখন সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, ঠিক ওই সময়ই ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে সিনেমা হলে দর্শক ঢুকিয়ে দেওয়ার কাজটা প্রায় একাই করেছেন বুম্বাদা। ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার দারুন জনপ্রিয়তা। অতীতে অনেক বাংলাদেশী ছবিতে অভিনয়ের ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য এই ছবির নাম ‘ব্যাংক ড্রাফট’। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।
এই প্রসঙ্গে প্রযোজক সেলিম খান বলেছেন, প্রসেনজিৎ আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্রে অভিনয় করবেন। তার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। ছবিটির গল্প রেডি। খুব শীঘ্রি এর দৃশ্যধারণ শুরু করব। এই ছবিতে তার সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন সোহানা সাবা।
‘ব্যাংক ড্রাফট’ নামের এই ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনী। এর আগে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন জয়া আহসান। ওপার বাংলার চলচ্চিত্র ‘রবিবার’ এ তাদের একসঙ্গে দেখা যায়। এদিকে ওপার বাংলার ‘ষড়রিপু’ নামের সিনেমায় অভিনয় করেন সোহানা সাবা। ২০১৬ সালের ৩ জুন মুক্তি পায় ছবিটি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সর্বশেষ ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায় দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর এবার বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘ব্যাংক ড্রাফট’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
আপনার মন্তব্য দিন