ছায়াছন্দ প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী – মৌসুমী অনেক দিন পর নতুন একটি ছবিতে অভিনয় শুরু করলেন। ছবিটির নাম ‘বাংলার ভাবী’। এটি পরিচালনা করছেন নূর মোহাম্মদ মনি। নৃত্য পরিচালক সাইফুল ইসলাম ছবিটি প্রযোজনা করছেন।
মৌসুমী ও ওমর সানী একটা সময় জুটি বেঁধে বেশকিছু হিট – সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তারা প্রথম জুটি বেঁধে অভিনয় করেন প্রয়াত দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ ছবিতে। এরপর ‘লাট সাহেবের মেয়ে’, ‘বাপের টাকা’ ও ‘গরীবের রানী’ সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।
নতুন ছবি প্রসঙ্গে ওমর সানী জানান, তারা ইতিমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ‘বাংলার ভাবী’ ছবিতে। এই ছবির মাধ্যমে মিস ডায়না মৌসুমী এবার ‘বাংলার ভাবী’ হয়ে এবার বড় পর্দায় হাজির হচ্ছেন। এই ছবিতে তার সঙ্গে থাকছেন ওমর সানী। অর্থাৎ, অনেকদিন পর চলচ্চিত্র দর্শকরা জুটি হিসেবে দেখতে পাবেন এই তারকা দম্পতিকে।
আপনার মন্তব্য দিন