
‘পিছুটান’র গল্পে- পুলক এক মধ্যবিত্ত যুবক। একুশ শতকে ফোরজির যুগে তীব্রগতিতে এগিয়ে চলছে সবাই। ইন্টারনেট, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিত্যনতুন ট্রেন্ড এসে ভর করছে মানুষের ওপর। মানুষ এখন আধুনিক। প্রত্যেক মানুষ এই শহরে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। বদলায়নি শুধু পুলক। আধুনিক এই শহরে সে একেবারেই বেমানান, ব্যাকডেটেড। তার কোনো ফেসবুক আইডি নেই। স্মার্টফোনও নেই। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে বাবার প্রতিষ্ঠিত গ্যারেজটাই তার একমাত্র অবলম্বন। সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। তবু শত সীমাবদ্ধতার মাঝেও দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, একমাত্র বোনকে বিয়ে দিয়ে দায়িত্ব পালন করেছে। পুলকের কাছে ওর মা, ভাই আর সংসারই একমাত্র শান্তি। তাদের নিয়ে বেশ সুখেই কেটে যায় তার দিন। তবুও দিন শেষে মনের কোথায় একটা দীর্ঘশ্বাস যেন পেছনে টানে তাকে। এভাবেই এগিয়ে যায় গল্প। এতে অভিনয় করেছেন দিলারা জামান, জাহিদ হাসান, তারিন জাহান, আরফান আহমেদ, সাজু খাদেম, তানভিন সুইটি, ডা. এজাজ, লুৎফর রহমান জর্জ, নাবিলা ইসলাম, ঊর্মিলা শ্রাবন্তী কর, আলী রাজ, মিলি বাসার, আহসান হাবীব নাসিম, নাদিয়া নদীসহ অনেকে।
আপনার মন্তব্য দিন