ছায়াছন্দ প্রতিবেদক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাক্স তারকা বাঁধন প্রথমবারের মতো একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন। আর এই গানে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। গানটির সংগীত পরিচালনা করেছেন অর্ণব। আলোচিত এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন পিপলু আর খান।
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আসন্ন ২৬ মার্চ মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে বলে জানান বাঁধন। এটি প্রসঙ্গে আজমেরী হক বাঁধন বলেন, বিদ্রোহী কবি বরাবরই তার গান, কবিতা ও গল্পে সমাজে মানুষদের নিপীড়ন আর শোষণের কথা তুলে ধরেছেন। তার এই গানটির মধ্য দিয়ে নারীদের নিপীড়নের বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই একজন নারী হিসেবে এমন একটি কাজের অংশ হতে পেরে আমি খুবই খুশি। আশা করছি – এটি সবার ভালো লাগবে।
বাঁধন আরও বলেন, আমি এই গানটি শোনার পরেই কাজটি করতে রাজি হয়েছি। কারণ আমি নিজের মধ্যে যা ধারণ করি, আমি সেটি এই গানটির মধ্যে দেখেছি। আমাদের নারীদের পদে পদে পরীক্ষা দিতে হয়। স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। সত্যি বলতে কী, আমার মনে হয়েছে এই গানটি সবার কাছে পৌঁছানো প্রয়োজন। একজন সংস্কৃতি কর্মী হিসেবে সেই দায়িত্ববোধ থেকেই এই কাজের সঙ্গে নিজেকে জড়িয়েছি।
চলতি সময়ে নিজের অন্যান্য ব্যস্ততা নিয়ে বাঁধনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে নতুন কোনো কাজে আমার ব্যস্ততা নেই। কয়েকটি চলচ্চিত্রের জন্য অডিশন দিয়েছি। তবে সেগুলোর বিষয়ে আমি এখনও কিছু বলতে পারছি না। আমার অভিনীত একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে একটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। দেড় বছর সময় নিয়ে এই ছবির রিহার্সেল, শুটিং, ডাবিং শেষ করেছেন এই গ্ল্যামারাস মডেল অভিনেত্রী। ছবিটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তবে এখনই এই ছবি নিয়ে বিস্তারিত বলতে নারাজ তিনি। বাঁধন শুধু এইটুকু জানিয়েছেন, চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।
ইতিমধ্যে চলতি সময়ের আলোচিত ট্রেন্ড ওটিটি প্ল্যাটফরমেও বাঁধন নাম লিখেছেন। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাঁধন। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে সিরিজটি নির্মাণ হয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’র জন্য। এতে মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
আপনার মন্তব্য দিন