ছায়াছন্দ প্রতিবেদক : ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শার্লিন ফারজানার। সেখানে তার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু গত দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। ব্যস্ত ছিলেন বিয়ে, সংসার, সন্তান নিয়ে। অবশেষে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অভিনেত্রী শার্লিন। আগামী মাসেই পুরোদমে অভিনয় শুরু করছেন তিনি। শার্লিন জানান, বিয়ে করার পর জীবনে শৃঙ্খলা এসেছে। আগের থেকে আরো বেশি কাজ করতে পারবো এখন। এ বছর প্রচুর কাজ করতে চাই। ইতিমধ্যে ৬টি নাটকে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছি। এরমধ্যে পরিচালক মেহেদী হাসান জনির তিনটি নাটক। সহশিল্পী হিসেবে থাকছেন অপূর্ব, জোভান ও মনোজ প্রামাণিকের মতো অভিনেতারা। শার্লিন আরও জানান, ২০২১ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বুমেরাং’। এখন থেকে নিয়মিত নাটক, সিনেমা বানাবেন। প্রাথমিক পর্যায়ে একটি বায়োপিক নির্মাণ দিয়ে শুরুটা করতে চান।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন শার্লিন ফারজানা। এরপর মডেল হিসেবে পরিচিতি পান তিনি। অমিতাভ রেজা চৌধুরী ও গাজী শুভ্র’র বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। এরপর কাজ শুরু করেন নাটকে। সেখানেও প্রশংসিত হন তিনি। আগামীতে সিনেমায় কাজ করার বিষয়ে শার্লিন জানান, বেছে কাজ করতে চাই। অপেক্ষা করছি। ভালো গল্প পেলেই কাজ হবে। নতুন একটা সিনেমা নিয়ে দীর্ঘদিন যাবৎই রায়হান রাফির সঙ্গে কথা হচ্ছে। ও যেই টাইপের সিনেমা বানায় সে ধরনের কাজ করতে চাই। ওর সঙ্গে খুব শিগগিরই মিটিং হবে। দেখা যাক কী হয়!
আপনার মন্তব্য দিন