ছায়াছন্দ প্রতিবেদক : সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারবাহিক নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নাটকের নাম ‘ভাইরাল গার্ল’। ক’দিন আগে সেই নাটকেরই শুটিং হচ্ছিল ধানমন্ডির ওই মাঠে। মেহজাবিনকে দেখা গেল গায়ে সাদা ড্রেস ও কোমরে হলুদ বেল্ট পরে ধানমন্ডির এক মাঠে কুংফু কারাতে শিখতে। জানা গেলো, চরিত্রের প্রয়োজনেই মার্শাল আর্টের পোশাকে শুটিং করছেন তিনি। নাটকটি আগামী বছরের জানুয়ারিতে বেসরকারি কোনো টিভি চ্যানেল এবং পরে ইউটিউবে সম্প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা অমি।
নির্মাতা কাজল আরেফিন অমি নাটক সম্পর্কে জানালেন, গল্পটি একটি ভাইরাল মেয়ের, যেখানে একটি মেয়ে খুবই স্বাধীনচেতা। কুংফু, বাস্কেটবল, জিম, কালচারাল ইভেন্ট সব নিয়েই জীবন তার। বড় একটা চাকরিও করেন। এই মেয়েটিই বিশেষ এক ঘটনায় ভাইরাল হয়। এই ভাইরাল হয়ে পড়ার পরের ঘটনা নিয়েই নাটকের গল্প। অমি আরও জানান, নাটকটিতে মেহজাবিন মূল চরিত্র ভাইরাল মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন।সহশিল্পী হিসেবে থাকবেন বেশ ক’জন। উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনয়গুণে এগিয়ে নিচ্ছেন নিজেকে। সমান তালে নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন।
আপনার মন্তব্য দিন