ছায়াছন্দ প্রতিবেদক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরহে ছিলেন সৃজিত ও মিথিলা। কিন্তু পারস্পরিক গভীর ভালোবাসা তাদের মিলিয়ে দিল। ওপারের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছেন কয়েক মাস আগেই।
গেলো ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এই দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে শ্বশুরবাড়ির দেশে গেছেন মিথিলা এবং তাঁর একমাত্র কন্যা আইরা। জানা গেছে, এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জী।
সৃজিত তার স্ত্রী মিথিলার ভারত গমনের খবর জানিয়ে ফেসবুকে লিখেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার করেছিলেন। ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন আবারও সীমানা পার করলেন।
জানা যায়, সৃজিত তার পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্ত পার করে মিথিলা ও তার মেয়ে আইরাকে ভারতে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। জানা গেছে, ১৫ আগস্ট সকালে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রয়োজনীয় নিয়ম – কানুন মেনে সীমান্ত পাড়ি দেন মিথিলা ও তার মেয়ে। আর ওপারে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন সৃজিত। সেই গাড়িতে করেই তারা সৃজিতের বাড়িতে পৌঁছেন।
জানা যায়, গেলো বছরের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন হিন্দু – মুসলিম মৈত্রী বার্তা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন কলকাতার ছবির পরিচালক সৃজিত মুখার্জী ও বাংলাদেশের মডেল – অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর সাবেক স্বামী তাহসানের কাছে মেয়েকে রেখে মিথিলা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন সৃজিতের সঙ্গে। দেশে ফেরার তিনি বাংলাদেশেই ছিলেন। করোনার লকডাউনের কারণে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল তাদের। জানা গেছে, মিথিলার কন্যা আইরাকেও কলকাতার একটি নামি স্কুলে সৃজিত ভর্তি করিয়েছেন। এখন শুধু দেখার পালা তাদের বৈবাহিক জীবন কেমন কাটে।
আপনার মন্তব্য দিন