ছায়াছন্দ ডেস্ক : আবার আলোচনায় এসেছেন পাকিস্তানি তারকা মায়া আলী। যদিও তার সোশ্যাল মিডিয়ায় রয়েছে সরব উপস্থিতি। নিজের সব আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। ভক্তদের সামনে বিভিন্ন সময় তিনি নতুন নতুন সব লুকে উপস্থিত হন মায়া আলী। জানা যায়, ইনস্টাগ্রামে তার ভক্তের সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন। এবার এই তারকাকে দেখা গেল ভিন্ন এক লুকে। ইনস্টাগ্রাম স্টোরিতে মায়া একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে পার্পল রঙের চুলে বন্ধুদের সঙ্গে দেখা গেছে তাকে। স্টোরির ক্যাপশনে তিনি লিখেছেন, পার্পল হেয়ার ডে। এই খবর জানা গেছে পাকিস্তানি একটি সংবাদমাধ্যমে।
১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন পাকিস্তানি এই গ্ল্যামারাস অভিনেত্রী। ২০১২ সালে ভিডিও জকি হিসেবে শোবিজে পথ চলা শুরু করেন মায়া। ‘সামা’ ও ‘দুনিয়া’ টিভিতে তিনি কাজ করেছেন। টেলেনোভেলা ‘দূর শেহওয়ার’ এ একটি সংক্ষিপ্ত চরিত্র দিয়ে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। টিভি সিরিজ ‘অ্যাইক নায়ে সিনডেরেলা’ ও ‘উন জারা’ দিয়ে আলোচনায় আসেন মায়া। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিফা ইন ট্রাবল’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। বর্তমানে পাকিস্তানে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মধ্যে অন্যতম তিনি।
আপনার মন্তব্য দিন