ছায়াছন্দ প্রতিবেদক : মা হলেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। গেলো ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নিশা। তার স্বামী সৈয়দ নাঈম আহমেদ খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
নিশার স্বামী সৈয়দ নাঈম আহমেদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। মা ও কন্যা দুজনই বর্তমানে ভালো আছে। কন্যা সন্তানের নাম সাঈদা নামীম আহমেদ রাখা হয়েছে বলেও জানান তিনি।
সৈয়দ নাঈম আহমেদ গণমাধ্যমকে এই প্রসঙ্গে বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা সন্তানের বাবা-মা হয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট বিয়ে করেন নিশা ও নাঈম। তবে ২০০৫ সাল থেকে বন্ধুত্ব তাদের। তারা দুজনই রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা করেছেন। মূলত সেই ছাত্র জীবন থেকেই তাদের বন্ধুত্ব। এরপর বিয়ে করেন তারা। সৈয়দ নাঈম আহমেদ খ্যাতনামা একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
এদিকে, ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর থেকে তিনি অর্ধশত নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তবে বিয়ের পর তিনি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটকে অনিয়মিত হয়ে পড়েন।
আপনার মন্তব্য দিন