
অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজার উপহার পাঠিয়েছেন সৃজিত – মিথিলা দম্পতিকে। উপহারের ছবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। সেই ছবিতে দেখা গেছে, মিথিলার জন্য মমতা পাঠিয়েছেন নীল শাড়ি আর সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি।
জানা যায়, এর আগে মিথিলা পূজা নিয়ে জানিয়েছিলেন, এটা আমার প্রথম পূজা নয়। গত বছরও দু – তিন দিন পূজার সময় এখানে ছিলাম। তবে হ্যাঁ, বিয়ের পর এটা আমার প্রথম পূজা।
উল্লেখ্য, গেলো বছর বহু আলোচনার পর ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কলকাতার নির্মাতা সৃজিত ও ঢাকার মডেল – অভিনেত্রী মিথিলা। এরপর তারা মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। আর চলতি বছরের ২৯শে ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।
আপনার মন্তব্য দিন