
দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স তাদের যাত্রার শুরু থেকেই জনপ্রিয়তা পেয়েছে। ব্যান্ড দলটির সর্বশেষ প্রকাশ পাওয়া গান ‘আহ্বান’। জানা যায়, শিগগির ‘ম্লানচিত্র” গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে। এ মিউজিক ভিডিও দর্শকরা মেকানিক্সের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ব্যান্ডের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, প্রায় ১ বছর পর আমাদের নতুন গান ‘ম্লানচিত্র’ প্রকাশ হলো। করোনাভাইরাসে যখন সম্পূর্ণ দেশ লকডাউনে ছিল, তখন আমরা আমাদের সামাজিক মাধ্যমে ‘হোম কোয়ারেন্টিন সেশন’ আয়োজন করি। সবসময়ই মেকানিক্সের ভক্তদের কাছে প্রতিশ্রুত থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবে।
আপনার মন্তব্য দিন