ছায়াছন্দ প্রতিবেদক : আলোচিত নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ চলচ্চিত্রের মাধ্যমে দারুন আলোচনায় চলে এসেছেন তরুণী নায়িকা রিয়েলি খান। যদিও সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর প্রথমে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বরং বোর্ডের সদস্যরা এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর ফলে সিনেমা হলে এটি মুক্তি পাওয়া সম্ভব নয়। আর তাই গেল ২১ মার্চ রাতে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে ছবিটি মুক্তি দেন পরিচালক অনন্য মামুন। আর এতে অভিনয়শিল্পীদের অসাধারণ অভিনয় দক্ষতায় মিশিয়ে এক অদ্ভুত উচ্চতায় নিয়ে গিয়েছেন ছবিটিকে। বিশেষ করে নতুন নায়িকা রিয়েলি অসাধারণ অভিনয় করে সবার প্রশংসা পাচ্ছেন। ছবিটির প্রশংসাও করছেন সবাই।
নায়িকা রিয়েলি খান জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির দুনিয়ার বাস্তবতা দেখানো হয়েছে মেকআপ ছবিতে। চলচ্চিত্র জগতের ভেতরের খুঁটিনাটি একেবারে সোজা ভাষায় নিজের মতো করে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।
এই ছবির গল্পে দেখা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নায়ক শাহবাজ খান ক্ষমতা ও জনপ্রিয়তার সুবাদে প্রায় একা হাতে নিয়ন্ত্রণ করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে বেইমানি করে। আর এখান থেকেই শুরু গল্পের ট্যুইস্ট।
রিয়েলি খান বলেন, ‘মেকআপ’ ছবিতে ভালোবাসা, স্নেহ, ঘৃণা, বন্ধুত্ব, বেইমানি, সব একসঙ্গে ঘিরে রয়েছে শুধু ওই একটা মানুষকে ঘিরে, সুপারস্টার শাহবাজ খান। এসবের মাঝে আর কী হল তা জানতে হলে অবশ্যই আই থিয়েটার গিয়ে দেখতে হবে ‘মেকআপ’ ছবিটি।
জানা যায়, ‘মেকআপ’ ছবির দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি ও ইন্দোনেশিয়া বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন রিয়েলি। নিজের প্রথম ছবিতে তারিক আনাম খান ও রোশানের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ বলে জানান।
এই প্রসঙ্গে রিয়েলি বলেন, তারিক আনাম খান আমার অভিনয়ের বেশ প্রশংসা করেছিলেন। তারিক আনাম যখন জানলেন এটি আমার প্রথম ছবি, তখন তিনি বলেছিলেন, ‘তোমার অভিনয় দেখে একদমই বোঝা যায় না তুমি নতুন’।
সেলিব্রিটি প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘মেকআপ’ এ রিয়েলি খান অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। যেখানে দেখা যাবে একজন গ্রামের সাধারণ মেয়ের সুপারস্টার নায়িকা হওয়ার পথ পরিক্রমা।
জানা যায়, মাত্র ২০ টাকায় পুরো ‘মেকআপ’ ছবিটি একবার দেখা যাবে। কিন্তু পুরো মাস দেখতে হলে আই থিয়েটার সাবস্ক্রাইব করতে হবে ১৫০ টাকায়।
আপনার মন্তব্য দিন