
নির্মাতা বলেন, গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। প্রসঙ্গত, ছোটপর্দায় নিশো-মেহজাবীন জুটির এখন দারুন কদর। বলা চলে মাসের বেশিরভাগ দিনগুলো তারা একসঙ্গেই কাটাচ্ছেন শুটিংয়ের জন্য। তাই চারদিকে তাদের ব্যক্তি সম্পর্কের রসায়ন নিয়ে অনেক গুঞ্জনও ছড়ায়। সেই গুঞ্জন কতোটা সত্যি বা মিথ্যে তা কেবল দুই তারকাই ভালো জানেন।
আপনার মন্তব্য দিন