তুষার আদিত্য : মৌ খান দেশীয় চলচ্চিত্রের তরুণ প্রজন্মের নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল। তিনি দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের নায়িকা হিসেবে– ব্যাক টু ব্যাক তিন ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে এসেছেন। জনপ্রিয় অভিনেতা – প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘অমানুষ হলো মানুষ’ ছবিতে অভিনয়ের পর মৌ খান তারই প্রযোজিত আরেকটি ছবিতে অভিনয় শেষ করেছেন। ওই ছবির ‘বাংলার হারকিউলিস’ চলতি মাসের ২ তারিখে সেই ছবির শুটিং শেষ করেছেন মৌ খান। এটিও পরিচালনা করছেন যথারীতি মনতাজুর রহমান আকবর।
মৌ খান এবার অমি বনি কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয় শুরু করেছেন। মৌ খানের বিপরীতে এই ছবিতেও তার নায়ক চরিত্রে অভিনয় করছেন ডিপজল। জানা গেছে, এই ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান। ১৬ মার্চ (মঙ্গলবার) থেকে ডিপজলের সাভারের বাড়িতে ছবিটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।
নতুন এই ছবি প্রসঙ্গে নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল মৌ খান বলেন, স্বামী – স্ত্রীর পারিবারিক গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এই ছবিতে আমার অভিনীত চরিত্রের নাম নওশীন। ডিপজল ভাই আমার স্বামী। আমাদের স্বামী – স্ত্রীর গল্প নিয়েই ছবির কাহিনী এগিয়ে যাবে। গল্পে ত্রিভুজ প্রেম আছে। ফ্যামিলি ড্রামা, সাসপেন্স, রোম্যান্স, টুইস্ট – সব কিছুই থাকবে ছবিতে।
মৌ খান এই ছবিতে তার অভিনীত চরিত্র নিয়ে আরও বলেন, এর আগে আমি এমন ধাঁচের চরিত্রে অভিনয় করিনি। দারুন একটি চরিত্র নওশীন। এই চরিত্রে রয়েছে ব্যাপক প্রেম – রোম্যান্স আর সাসপেন্স। রয়েছে দারুন দারুন সব নাটকীয় দৃশ্য। এই ছবির গল্পে ভিন্নতা আছে। সব মিলিয়ে চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে ভালো একটি ছবি হবে এটি।
ডিপজলের সঙ্গে দুই ছবি শেষ করে তিন নম্বর ছবি ‘যেমন জামাই তেমন বউ’ এ অভিনয় প্রসঙ্গে মৌ খান জানান, নতুন এই ছবিতে তিনি সম্পূর্ন ভিন্ন এক লুক নিয়ে পর্দায় আসবেন। ডিপজলের বউয়ের চরিত্রে তাকে দেখা যাবে আধুনিক পোশাকের স্মার্ট আর গ্ল্যামারাস লুকে। এমন করে নিজেকে পর্দায় উপস্থাপনের জন্যে ছবির শুটিংয়ের আগে তিনি বেশ প্রস্তুতিও নিয়েছেন বলে জানান মৌ খান।
ডিপজলের সঙ্গে তিনটি ছবিতে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মৌ খান বলেন, ডিপজল ভাই একজন জনপ্রিয় অভিনেতা। পর পর দুটি ছবিতে অভিনয় শেষ করে আমি তার সঙ্গে তিন নম্বর ছবিতে অভিনয় করছি। তার সঙ্গে অভিনয় করে দারুন অভিজ্ঞতা হয়েছে। আগের দুটি ছবি পরিচালক মনতাজুর রহমান আকবর ভাই এই ছবিটিও পরিচালনা করছেন। উনার মতো গুণী ও নামী নির্মাতার পরিচালনায় কাজ করতে পেরে আমি অনেক হ্যাপি ও লাকি। তার কাছ থেকে চলচ্চিত্রে অভিনয়ের অনেক কিছুই শিখতে পেরেছি আমি।
আগামীর ছবি আর নিজের ক্যারিয়ার পরিকল্পনা প্রসঙ্গে মৌ খান বলেন, সবকিছু ঠিক থাকলে সামনে আরও ভালো কিছু কাজ হবে। আগামীতে যেসব ছবিতে অভিনয় করবো, সেগুলো নিয়ে কথা হচ্ছে। খুব শীঘ্রি হয়তো নতুন সুখবর দিতে পারবো। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে আমি আমার স্বপ্নের মাধ্যম চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চাই, নিজেকে সামনের কাতারের তারকা শিল্পী হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই।
জানা যায়, মৌ খান অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাহাদুরি’, ‘বান্ধব’ ও ‘তুই আমার জান’ ছবিগুলো। আর নির্মাণাধীন মোহাম্মদ আসলাম পরিচালিত ‘তবুও প্রেম দামি’। অন্যদিকে, সম্প্রতি মৌ খান অভিনয় করেছেন শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজে। আরও কয়েকটি ছবিতে অভিনয়ের বিষয়ে কথা চলছে বলে জানান মৌ খান।
আপনার মন্তব্য দিন