ছায়াছন্দ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী লকডাউনে যেমন অনেকেই সমস্যায় পড়েছেন তেমনই আবার লকডাউনের জেরে অনেকেই একত্র হয়েছেন। ভারতের বলিউড এবং টলিউডে অনেকেই একত্র হয়েছেন। আর সেই তালিকায় রয়েছে টলিপাড়ার বঙ্গতনয়া সুঅভিনেত্রী সোহিনী সরকার। দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে উত্তাল ছিল গোটা টলিপাড়া। তার প্রেম ভালোবাসা নিয়ে খুবই উৎসুক্য ছিলেন তার সহকর্মীরা। এমনকি সংবাদকর্মীরাও সোহিনীর ব্যাক্তিগত জীবনের রঙ খুঁজে চলছিলেন অনেক দিন ধরেই। অবশেষে সবার জল্পনা – কল্পনার অবসান ঘটিয়েছেন সোহিনী ও তার প্রেমিক।
জানা যায়, টলিউডের প্রথমসারির অভিনেত্রীদের তালিকায় নিঃসন্দেহে রয়েছেন সুন্দরী গ্ল্যামার গার্ল সোহিনী সরকার। অভিনয় তথা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে থাকেন সোহিনী। অভিনয় নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন এই তরুণ প্রজন্মের গুণী অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই তার প্রেম নিয়ে কলকাতার মিডিয়ায় জোর গুঞ্জন চলছে। কার সঙ্গে রিলেশনে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার তা জানার আগ্রহের শেষ ছিল না। অবশেষে এই ভালবাসা দিবসের দিন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তিনি।
ভালোবাসা দিবসে সোহিনী বলেছিলেন, টলি অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। আর এখন তো এই কথা সকলেরই জানা। এই বিষয়ে জানা গেছে, লকডাউনের কারণেই কোনও পরিকল্পনা ছাড়াই পরিস্থিতি তাদের এক করে দিয়েছে। টলিউডের সবাই এখন জানেন, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে সোহিনী তার প্রেমিকের সঙ্গে লিভ ইন করছেন।
জানা যায়, গেলো ২৯ মার্চ রণজয়ের জন্মদিন ছিল। প্রেমিকার বাড়িতেই জন্মদিন সেলিব্রেশন করেন তিনি। আর এর পরের দিনই সোহিনীর বাড়িতে চলে এসেছেন রণজয়। এই লকডাউনের মধ্যে রণজয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন অভিনেত্রী সোহিনী। জানা যায়, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিয়েছেন অভিনেতা। মুহূর্তের মধ্যে সোহিনীর সঙ্গে তার সেই অন্তরঙ্গ ছবিটি ভাইরাল হয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সোহিনী সরকার বলেছেন, এই কঠিন পরিস্থিতিতে একে অপরকে ছেড়ে দূরে থাকাটা বেশি কষ্টের। তাই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি দুজনে। আর এই মুহূর্তে একসঙ্গে থাকতে পেরে , সময় কাটাতে পেরে আমরা দুজনেই অনেক খুশি। এটাই সঠিক সময় একে অপরকে চেনার , বোঝার, জানার। আর এই কঠিন পরিস্থিতিই আমাদের আরও কাছাকাছি এনে দিয়েছে।
সোহিনীর প্রেমিক অভিনেতা রণজয় বলেছেন, লিভ – ইনে থাকাকালীন দুজনেই কাজের দায়িত্ব ভাগ করে নিয়েছি আমরা। রান্নার পুরো দিকটাই সামলাচ্ছেন সোহিনী, আর ঘরের দায়িত্ব আমার। তার সঙ্গে বাথরুম পরিষ্কারের কাজও আমার দায়িত্বে। শুধু এখানেই শেষ নয়, সোহিনীর রান্নার প্রশংসায় পঞ্চমুখ রণজয়। জানা গেছে, আপাতত রান্না করে, অবসর সময়ে ছবি এঁকে, শরীরচর্চা করে সময় কাটাচ্ছেন এই যুগল।
আপনার মন্তব্য দিন