ছায়াছন্দ প্রতিবেদক : নিউ ট্যালেন্টেড গ্ল্যামার গার্ল প্রিয়াংকা। পুরো নাম প্রিয়াংকা জামান। সাম্প্রতিক সময়ে তিনি যথেষ্ট আলোচিত মডেল। একাধারে বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওতে মডেলিং করে সুন্দরী ললনা প্রিয়াংকার আলোচনায় আসা। বিশেষ করে ইউটিউব চ্যানেল নিউ ভিশন বিডি থেকে সম্প্রতি প্রকাশিত মিউজিক ভিডিও ‘লুকোচুরি’র প্রত্যাশিত দর্শকপ্রিয়তার কল্যাণে প্রিয়াংকা জামান এখন ইউটিউব দুনিয়াতেও প্রবল আলোচিত। ছায়াছন্দের এই প্রতিবেদককে প্রিয়াংকা জামান ‘লুকোচুরি মিউজিক ভিডিওটি প্রসঙ্গে বলেন, গায়ক আসিফ তার ক্যারিয়ারে এই গানেই প্রথম রোমান্টিক মুডে মডেলিং করেছেন। তার কো-মডেল হিসেবে আমিও রোমান্টিক মুডে পারফর্ম করেছি। আমার বিশ্বাস আমাদের অনস্ক্রীন রোমান্টিকতা দর্শকদের ভালো লেগেছে। আসিফের সঙ্গে করা লুকোচুরি গান ছাড়াও সম্প্রতি প্রিয়াংকা জামান মডেল হয়েছেন ‘হৃদয় জুড়ে’, ‘আমি যারে ভালোবাসি’ গানগুলোতে। এই মিউজিক ভিডিওগুলো গেলো ঈদে প্রকাশিত হয়েছে। এছাড়াও ‘এক পলকে’, ‘ভালোবাসা দাও ভালোবেসে যাবো’ আবেগী মায়া’ সহ ১৫টির মতো গানে মডেল হয়েছেন আলোচিত এই মডেল কন্যা।
কথায় কথায় প্রিয়াংকা জামান বলেন, ‘বর্তমানে আমি মডেলিং করলেও শোবিজে আমার আগমন বাংলাদেশ টেলিভিশনের ছায়াছন্দ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। এছাড়া কিছু মিউজিক্যাল প্রোগ্রাম উপস্থাপনা করেছি। মডেলিং উপস্থাপনার বাইরে প্রিয়াংকা জামান ভালো একজন নৃত্যশিল্পীও বটে। নাচ করতে স¤প্রতি তিনি দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন। মিউজিক ভিডিওর পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও তিনি অনেক আলোচিত। জহির স্টীল এর নতুন ড্রামাটিক বিজ্ঞাপনচিত্রের কল্যাণে প্রিয়াংকা জামান ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এতে তার সহমডেল জনপ্রিয় টিভি তারকা অপূর্ব। এই বিজ্ঞাপনচিত্র ছাড়াও তিনি মডেল হয়েছেন সিঙ্গার এলইডি টিভি, জিটিসি সিসি টিভি ক্যামেরা এবং আমীন জুয়েলার্স এর বিজ্ঞাপনে। এসবের পাশাপাশি অভিনয় করেছেন ‘প্রেমকাব্য’ ও ‘বেয়াড়া’ নামের দুটি শর্ট ফিল্মে। প্রিয়াংকা জামান অভিনয় প্রসঙ্গে বলেন, উপস্থাপনা, নাচ, মডেলিংয়ের পাশাপাশি এখন থেকে আমি নিয়মিত নাটক, টেলিফিল্মে অভিনয় করবো। ইচ্ছে চলচ্চিত্রের নায়িকা হওয়ারও। বেশ ক’জন নির্মাতার কাছ থেকে ইতোমধ্যে অফার পেয়েছি চলচ্চিত্রে অভিনয়ের। আশা রাখছি খুব শিঘ্রই সবাইকে সুখবর দিতে পারবো।
আপনার মন্তব্য দিন