ছায়াছন্দ প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’র প্রধান ফোয়াদ নাসের বাবু। তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। আগের চেয়ে অনেকটা স্থিতিশীল রয়েছেন তিনি। বর্তমানে ফোয়াদ নাসের বাবুকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন ফোয়াদ নাসের বাবু। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুব ভয়ে ছিলাম সবাই। তবে আলহামদুলিল্লাহ, তিনি আগের চেয়ে ভালো আছেন।
রাতেই তার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, টানা পাঁচ দশক সংগীতে কাজ করে চলেছেন গুনী এই মিউজিশিয়ান। অসাধারণ কিছু গানের সুর, সংগীত করেছেন তিনি।দেশের অন্যতম সংগীত পরিচলক ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য তিনি।
আপনার মন্তব্য দিন