ছায়াছন্দ প্রতিবেদক : ২০ বছর পর শম্পা রোজা প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান। তিনি বলেন,অভিনয় করলেও গানের সঙ্গেই থাকা হয় আমার। গান ছাড়িনি কখনই। গানের চর্চা করার পাশাপাশি শেখানোর কাজও করে যাচ্ছি। তবে গান প্রকাশ করা কেবল হয়ে উঠেনি। নতুন গান প্রকাশের জন্য অনেকের অনুরোধ ও উৎসাহ পেলাম। তাই ২০ বছর পর গান প্রকাশ করছি। শিগগিরই কয়েকটি গান প্রকাশ করার ইচ্ছা আছে।’ এদিকে শম্পা রেজা বাংলাদেশ বেতারের নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। শনিবার থেকে সামাজিক প্রেক্ষাপট নিয়ে তিনি চারটি ছোট নাটকের রেকর্ডিং শুরু করেছেন বেতারের সদর দফতরে।
উল্লেখ্য ‘আকাশ’ শিরোনামে ১৯৯৯ সালে অভিনেত্রী, উপস্থাপক ও কণ্ঠশিল্পী শম্পা রেজার সর্বশেষ একক গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল। এরপর আর কোন গান প্রকাশ করেননি তিনি। অভিনয় নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। অভিনয়ে এখনও নিয়মিত তিনি।
আপনার মন্তব্য দিন