
নতুন ছবির বিষয়ে বিপাশা কবির বলেন,শাপলা মিডিয়ার ব্যানারে দু’টি ছবিতে সম্প্রতি অভিনয় করেছি। ছবি দুটির নাম ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ও ‘জেদী মেয়ে’। দুটি ছবিরই কাজ প্রায় শেষ। মঙ্গলবার সকাল থেকে শাপলা মিডিয়ার তৃতীয় ছবির কাজ শুরু করলাম। রোমান্টিক গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন এটির পরিচালক কালাম কায়সার। গল্প পর্দায় একটু ভিন্ন ভাবে দেখতে পারবেন দর্শকরা। আশা করি সবার ভালো লাগবে ছবিটি।
জানা গেছে, একটানা শুটিংয়ের মাধ্যমে ‘যার নয়নে যার লাগে ভালো’ ছবির কাজ শেষ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাবে।

বিপাশার সঙ্গে এই ছবিতে জুটি বাঁধা নায়ক সাঞ্জু জন বলেন, ছবিটির গল্প সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এটি দর্শকের ভালো লাগবে বলে আমি আশা করছি। মূলত একটি রোমান্টিক ঘরানার ছবি হবে এটি। আমার বিশ্বাস – বিপাশার সঙ্গে পর্দায় আমার রসায়ন দর্শকদের পছন্দ ভালো লাগবে।
আপনার মন্তব্য দিন