তুষার আদিত্য : টিভি অভিনেত্রী শারলিন ফারজানা ক্যারিয়ারের শুরুতে বেশ ভালোই কাজ করছিলেন। নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে ক্রমশঃ তারকা খ্যাতির পথে হাঁটছিলেন। কিন্তু হুট করেই আসে ছন্দপতন। কারণ, বেশ কিছুদিন ধরে মিডিয়ায় কাজ করছেন না শারলিন। অবশ্য মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত চলচ্চিত্র মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’। ইতিমধ্যে এই ছবির ট্রেলার ও গান দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।
কিন্তু এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শারলিনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সোশ্যাল মিডিয়ায় টুকটাক পোস্ট ও অন্যের পোস্টে কমেন্ট করলেও তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন বলে জানা যায়। তবে গেলো ১০ অক্টোবর তিনি নিজের অস্তিত্ব জানান দেন সবাইকে। জানা যায়, ওইদিন তিনি তার পুরনো ও গোপন বিয়ের খবর প্রকাশ করেছেন। আর ওইদিনই জানা যায়, বিয়ের কারণে শোবিজ মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন।
একটি অনলাইন সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এহসানুল হক নামের এক আইটি বিশেষজ্ঞের সঙ্গে তার বাগদান হয়। আর একই বছরের নভেম্বরে তাদের বিয়ে হয়। ওই সময় শারলিন অভিনীত ছবিটি মুক্তির কথা ছিলো। এই জন্যেই তিনি বিয়ের বিষয়টি চেপে যান বলে শোনা যাচ্ছে। যদিও পরবর্তীতে করোনা পরিস্থিতি তার ব্যক্তি জীবনের জন্য শাপেবর হয়ে আসে। তিনি তার নতুন জীবনসঙ্গীকে সময় দেয়ার সুযোগ পান।
জানা যায়, আচমকা নির্দিষ্ট সংবাদমাধ্যমে পুরনো বিয়ের খবর নতুন করে প্রচার করানোর পেছনে হয়তো বড় ধরনের কোন কারণ আছে। কী সেই কারণ – সেটি এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন ওঠেছে – শারলিন নাকি বর্তমানে সন্তান সম্ভবা। আর এই জন্যেই নাকি পুরনো বিয়ের খবর নতুন করে তিনি সামনে এনেছেন।
উল্লিখিত তথ্য যাচাইয়ের জন্য শারলিনের মুঠোফোনে বেশ কয়েকজন সংবাদকর্মী যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতের শারলিনের দেয়া অন্য নাম্বারে কল দেয়া হলে তা কেটে দেয়া হয়। ওই নাম্বার থেকে খুদে বার্তা পাঠাতে বলা হলে ওই নাম্বারে ফিরতি ক্ষুদে বার্তা পাঠানো হয় – সংবাদের জন্য কথা বলা প্রয়োজন। এটা জানানো হলেও পরবর্তীতে ওই নাম্বার থেকে কোন সাড়া মেলেনি।
এখানে উল্লেখ করা প্রয়োজন – শারলিন নিজের নাম্বার হিসেবে যে নাম্বার সংবাদকর্মীদের দিয়েছেন, সেটি তার স্বামী এহসানের। ইমু অ্যাপে ওই নাম্বার ‘এহসান’ নামে নিবন্ধন করা বলে নোটিফিকেশন পাওয়া যায়।
সংবাদকর্মীদের সঙ্গে এমন অসহযোগিতামূলক আচরণে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছবি মুক্তির আগে ছবির কেন্দ্রীয় অভিনেত্রীর সংবাদকর্মীদের সঙ্গে অসহযোগিতাপূর্ণ আচরণ কতটা শুভফল বয়ে আনবে তা সময়ই বলে দেবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে জানা যায়, মূলত ছবি মুক্তির কারণেই ওই সময় শারলিন তার ছবির পরিচালকের সঙ্গে যোগসাজসে তার বিয়ের খবর চেপে যান। এক্ষেত্রে শারলিনের পরিবারও সেটি চেপে রাখার পক্ষপাতী ছিলেন। এমনকি গেলো বছরের ২৪ ডিসেম্বর একজন সংবাদকর্মীকে এক ক্ষুদে বার্তায় শারলিন জানিয়েছিলেন, পরবর্তী মাস অর্থাৎ ২০২০ এর জানুয়ারিতে তিনি নতুন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ার কাজে ফিরবেন। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার কারণে তার আর মিডিয়ায় ফেরা হয়নি বলে জোর গুঞ্জন ওঠেছে। আর এই বিষয়ে শারলিন মুখ না খোলাতে এই গুঞ্জনের আপাতত অবসান হচ্ছে না। বরং এটি জিইয়ে রইলো।
আপনার মন্তব্য দিন