ছায়াছন্দ প্রতিবেদক : সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের নতুন একটি গানচিত্র। এটির শিরোনাম – পৃথিবীটা জানুক। এটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে। পৃথিবীটা জানুক গানচিত্রের এই গানটিতে শিল্পী বিশ্বাসের সঙ্গে দ্বৈত ভাবে কন্ঠ দিয়েছেন গায়ক নাজিম মোহাম্মদ। দুইটা দেহে একটা পরান/ পৃথিবীটা জানুক, এক পরানে তোমার আমার বাকী জনম কাটুক – এমন বাণী নির্ভর এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন ওমর ফারুক বিশাল। গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
নতুন গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, দারুন একটি প্রেমের গান। আমার সহশিল্পী নাজিম মোহাম্মদ দারুন গেয়েছেন আমার সঙ্গে। দ্বৈত কন্ঠের এই গানটি আমার নিজেরও অনেক ভালো লেগেছে। আর ওমর ফারুক বিশাল ভাইয়ের কথা ও সুরও অসাধারণ হয়েছে। এটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
সুরেলা কণ্ঠের সুন্দরী গায়িকা শিল্পী বিশ্বাস গানটি প্রসঙ্গে আরও বলেন, দ্বৈত কন্ঠের গানটি দারুন মেলোডিয়াস। আমার গানের ভক্ত – শ্রোতারা এটি শোনে নিরাশ হবেন না। আশা করছি – তাদের কাছে এটি উপভোগ্য হবে।
গানচিত্রের ভিডিও লিংক : https://youtu.be/t6wpWpL6PTo
আপনার মন্তব্য দিন