ছায়াছন্দ প্রতিবেদক : দেশীয় শোবিজের বড় তারকা তিশা। টিভি মিডিয়ায় তিনি যেমন একাধারে মডেল এবং অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তারকা, তেমনি চলচ্চিত্রেও তিনি জনপ্রিয় অভিনেত্রী। অর্থাৎ দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের অভিনয় ক্যারিয়ারে নানা ধাঁচের বহুমাত্রিক চরিত্রে নিজেকে উপস্থাপন করেই তিনি এমন বিশাল জনপ্রিয়তা তথা তারকা খ্যাতি অর্জন করেছেন। অভিনয়ের ক্ষেত্রে তিশা বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অভিনয় শুরু করেছেন ‘ভালোবাসার প্রীতিলতা’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের কাজ।
জানা যায়, ২০১৯ – ২০২০ অর্থবছরের সরকারি অনুদানে ঐতিহাসিক চরিত্র নির্ভর এই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এটি বৃটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মাণ করা হচ্ছে। আর এই ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন তিশা। ইতিহাস নির্ভর গল্পের এমন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করাকে বেশ কঠিন ও চ্যালেঞ্জিং বলেই মন্তব্য করেন তিশা। এই প্রসঙ্গে তিনি বলেন, এই ছবিতে প্রায় ১০০ বছর আগের সময়কে ধারণ করা হচ্ছে, তাই ছবির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ প্রীতিলতার নাম ভূমিকায় অভিনয় করাটা যেকোন অভিনেত্রীর জন্যেই একটা চ্যালেঞ্জিং কাজ। আমি চেষ্টা করছি ছবির গল্প ও চরিত্রে ধারণ করা সময় ও প্রেক্ষাপট অনুযায়ী অভিনয় করতে। এটা নিয়ে আমাকে সত্যিই অনেক হোমওয়ার্ক করতে হচ্ছে।
তিশা আরও বলেন, সেই সময়কে ধারণ করে কাজটা করা সত্যিই খুব কঠিন। কাজটি শুরুর আগে প্রীতিলতার বিস্তারিত জানার চেষ্টা করেছি আমি। প্রীতিলতার ডায়েরি থেকে কিছু জ্ঞান নিয়েছি। প্রীতিলতাকে পোর্ট্রেট করা কঠিন ব্যাপার, কিন্তু অসাধ্য নয়। শুটিংয়ের সময় যেন একেবারে প্রীতিলতাই ভর করেছিল আমার ওপর। সত্যিই বলছি, একেবারে অন্যরকম এই অভিজ্ঞতা।
জানা গেছে, তিশা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘শনিবার বিকেল’ নামের একটি ছবি। এটি পরিচালনা করেছেন তার নির্মাতা স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। এই ছবিটি নিয়ে তিনি বলেন, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে আমি বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। কিন্তু শনিবার বিকেল ছবির চরিত্রটি থেকে বের হয়ে আসতে আমার অনেক সময় লেগেছে। আমার মনে হয় – শুধু আমার একার নয়, এই ছবির সঙ্গে জড়িত প্রত্যেক শিল্পী, পরিচালক এবং সহকারীদেরও সময় লেগেছে। ছবিটি যদিও দর্শকরা দেখেননি, কিন্তু দেখলে কিছুটা বুঝতে পারবেন আমরা কী পরিমাণে পরিশ্রম করেছি।
জানা যায়, অভিনয়ের বাইরে প্রযোজনার খাতায়ও নাম লিখিয়েছেন জনপ্রিয় তারকা তিশা। মুক্তি প্রতীক্ষিত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন তিনি। এই ছবিটি মুক্তির আগেই নতুন আরেকটি ইংরেজি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা দম্পতি। ছবির নাম ‘অ্যা বার্নিং কোয়েশ্চেন’। চলচ্চিত্রের বাইরে তিশা ছোট পর্দাতেও কাজ করছেন। তবে ছোট পর্দার বিশেষ দিবসগুলোতেই তিনি এখন অভিনয় করছেন বলে জানান। এর বাইরে নাটকে খুব একটা অভিনয় করছেন না তিশা।
আপনার মন্তব্য দিন