ছায়াছন্দ ডেস্ক : তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে টলিউড তারকা শ্রাবন্তীর দাম্পত্যের ভাঙনের গুঞ্জন চলছে বলে কলকাতার গণমাধ্যমে ওঠে আসছে বেশ কিছুদিন ধরেই। জানা গেছে, রোশন – শ্রাবন্তীর ব্যাক্তিগত সম্পর্কটা এতটাই খারাপ হয়েছে যে, তারা পরস্পরকে সামাজিক মাধ্যমগুলোতে আনফলো করে রেখেছেন। তাদের চলমান এমন বিরূপ সম্পর্কের সময়েই মায়ের স্বামীর ওপর পরোক্ষ ভাবে ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়।
কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, অভিমন্যু এই ক্ষোভ প্রকাশ একটু অন্যরকম ভাবে জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীপুত্র লেখেন, পৃথিবীতে এমন কিছু মাথামোটা বডিবিল্ডার রয়েছেন, যাদের দেহের পরিধি এতটাই বাড়িয়ে ফেলেন যে, মগজের জন্য আর কিছু বেঁচে থাকে না। বাস্তব জীবনে তারা ভদ্রভাবে কথাই বলতে পারেন না। কারণ, তাদের সেই শিক্ষা নেই।
জানা যায়, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং একজন বডিবিল্ডার। সম্প্রতি তিনি নিজে একটি জিমের মালিকও হয়েছে। সামাজিক মাধ্যমে নিজের সুঠাম দেহের ছবি প্রায়শই পোস্ট করেন তিনি। গেলো সপ্তাহে এমন একটি ছবি পোস্ট করার পর তাকে ঘায়েল করতে অভিমন্যু এমন তিক্তবাক্য ছুঁড়েছেন বলে দাবি অনেকের।
জানা যায়, শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে শ্রাবন্তী ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতার চিত্রনির্মাতা রাজীব বিশ্বাসকে। শ্রাবন্তীর সেই ঘরেরই ছেলে অভিমন্যু। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় রাজীব – শ্রাবন্তীর। আর সেই বছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়েও।
জানা যায়, ২০১৯ এর শুরু থেকেই রোশন – শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। এরপর চুপিসারে পাঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে নেন তারা। কিন্তু এবার শ্রাবন্তীর এই সংসারেও ভাঙনের সুর বেজে ওঠেছে। যেকোন সময় তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় কলকাতার গণমাধ্যমগুলো।
আপনার মন্তব্য দিন