ছায়াছন্দ প্রতিবেদক : সুন্দরী তরুণী রেহনুমা মোস্তফা।দেশের জনপ্রিয় একজন টেলিভিশন সংবাদ উপস্থাপক। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সংবাদ উপস্থাপক তিনি। রেহনুমা মোস্তফা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণার ছাত্রী। এছাড়াও নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রেহনুমা মোস্তফা। তার ইচ্ছা ছিল নিজেকে টেলিভিশন পর্দায় দেখার। সংবাদ উপস্থাপনার মাধ্যমে তিনি তার সেই ইচ্ছা পূরণ করেছেন বলে জানান। শুধু তাই নয়, এই কাজে সফলও তিনি।
রেহনুমা মোস্তফা জানান, তিনি দীর্ঘ সাত বছর ধরে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন। প্রায় পাঁচবছর আরটিভিতে কাজ করার পর গেলো দুই বছর ধরে বাংলাভিশনে সংবাদ উপস্থাপনা করছেন। সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের পাশাপাশি সমানতালে এগিয়ে নিয়েছেন পড়ালেখা। শিক্ষা জীবনের ঝুলিতে রয়েছে দুটো মাস্টার্স আর একটি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। সবগুলোতেই প্রথম শ্রেণিপ্রাপ্ত।
রেহনুমা মোস্তফা জানান, সম্প্রতি নাম লিখেয়েছেন অভিনয়ে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘সংসার’ নামের নাটকে জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
নাটকে অভিনয় প্রসঙ্গে রেহনুমা মোস্তফা বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছে নিজেকে পর্দায় দেখার। সে ইচ্ছে থেকেই সংবাদ উপস্থাপনাকে পেশা বেছে নিই। সংবাদ পাঠের কাজটি আমার কাছে সেরা। আনন্দের সঙ্গে কাজটি করছি এবং এটি খুব উপভোগ করছি। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। অভিনয় করার অনেক প্রস্তাব ছিলো, কিন্তু করা হয়নি। হঠাৎ করেই পরিচালক চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এই প্রথম নাটক করলাম।
ফেনীর মেয়ে রেহনুমা মোস্তাফা। বাবা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নুরুল মোস্তফা। রেহনুমা মোস্তফা ছোটবেলা থেকেই নাচের প্রতি দুর্বল। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত নাচও শিখেছেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন অনেক।
এত সব কাজের বাইরে রেহনুমা মোস্তফা নানা রকম পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই কাজে তিনি পেয়েছেন দেশে-বিদেশে অনেক মানুষের ভালোবাসা ও সম্মান। আন্তর্জাতিকভাবে ভারত সরকারের রাষ্টীয় অতিথি হওয়ার সুযোগ হয়েছে তার।
আপনার মন্তব্য দিন