
জলি আরও বলেন, কাজ করি আর না করি সবাই আমার শুভাকাঙ্ক্ষী। শুটিং সেটের ব্যস্ততা, কোলাহল, আড্ডা সবই মিস করছি। ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জলি বলেন, আমার ক্যারিয়ারটা অল্প সময়ের। তবে অনেক মানুষের ভালোবাসা, সাপোর্ট পেয়েছি। সেগুলো কখনো ভুলবো না। সবার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। এদিকে, সিনেমা ছেড়ে দেয়া নিয়ে দ্বিধায় থাকলেও হাতে থাকা কাজগুলো শেষ করবেন বলে জানান এই নায়িকা। তবে বিরতি নিলেও সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে জলির। জলির ‘অফিসার রিটার্নস’ ও ‘ডেঞ্জার জোন’ নামের দুুটি ছবি নির্মাণাধীন। এ ব্যাপারে তিনি বলেন, এগুলোর কাজ সুন্দরভাবেই শেষ করবো। এগুলো মুক্তির পরই সিনেমার ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা আছে। অসমাপ্ত কাজগুলো অন্তত শেষ করবো। উল্লেখ্য, ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন জলি। একে একে ‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে অভিনয় করেন। দর্শকদের কাছেও পরিচিতি পাওয়া শুরু করেছিলেন। তবে ক্যারিয়ারটাকে যখন গোছাতে শুরু করলেন ঠিক তখনই বিয়ে করে সংসারী হয়ে যান। চলে যান পর্দার আড়ালে।
আপনার মন্তব্য দিন