বিয়ের তিন বছরের মাথায় সংসার ভেঙেছে মডেল ও অভিনেত্রী তাসনুভা তিশার। গত ২১ মে ফারজানুল হকের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন তারা আলাদা বাসায় থাকেন। ফেইসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বামী ফারজানুল হকের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছে।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘সংসার করতে গেলে বোঝাপড়াটাই আসল। মিডিয়ার মানুষ হিসেবে, একজন মা হিসেবে আমি সবসময় চেয়েছি আমার সংসার টিকুক, সেটা যে কোনো মূল্যে হোক। গত একবছর ধরে আমাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা চলছিল। আমি মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। যে কারণে আমি গত ছয় মাস ধরে ঠিক মতো কোনো কাজ করতে পারিনি। দু’জনের একসঙ্গে থাকা আর সম্ভব হচ্ছিলো না। শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হলো। আমি ফারজানুলকে ডিভোর্স লেটার পাঠালে এক সপ্তাহের মধ্যে তিনি তা গ্রহণ করেন। গত মাসে আমাদের ডিভোর্স কার্যকর হয়েছে’।
বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান এখন থাকছে বাবার কাছে। তিশার অভিযোগ, জোর করে তার সন্তানকে তার কাছ থেকে আলাদা করা হয়েছে। এই অভিনেত্রী বলেন ‘আমি চাইলে, অভিযোগ করলে ছেলেকে পাব। অভিযোগ করলে ওর চাকরি যাবে, কিন্তু আমার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমি চাইনা ওর ক্যারিয়ার নষ্ট হোক। খারাপ লাগে আমার বাচ্চাকে দেখতে দেওয়া হয় না। ফলে মানসিকভাবে আমি বিপর্যস্ত।”
বিজ্ঞাপনে কাজ করে তাসনুভা তিশা বেশ পরিচিতি পান। নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও ও স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রে তাকে নিয়মিত কাজ করতে দেখা যায়।
আপনার মন্তব্য দিন