ছায়াছন্দ প্রতিবেদক : সম্প্রতি নতুন একটি নাটকে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর। নাটকের নাম ‘মায়ের জন্য পাগল’। এ নাটকে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে সজলকে।রোববার (৮ নভেম্বর) এই নাটকের কিছু ছবি পোস্ট করেছেন সজল। সেগুলো আলোচনায় এসেছে।রোমান্টিক প্রেমিক চরিত্রে চিরচেনা সজলকে এখানে নতুন লুকে দেখবেন দর্শক। তারই আভাস মিললো এ অভিনেতার পোস্ট করা ছবিতে। সেখানে তাকে দেখা গেল গ্রামের সাদামাটা এক যুবকের পোশাকে। ঘরবাড়িতে অভাবের ছাপ।রান্নাঘরে নিজেই পিষছেন মসলা। রান্না করছেন ভাত। ছবিগুলোর নিচে সজলের ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয় অভিনেতাকে নতুন লুকে দেখে।
যদিও নাটকটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সজল। জানতে চাইলে তিনি বলেন, নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। দ্রুতই সবকিছু জানা যাবে। আপাতত আমার বদলে যাওয়া লুকটাই রইলো।উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা সজল মডেলিং দিয়ে যাত্রা করে প্রায় দুই দশক মাতিয়ে রেখেছেন অভিনয়ে। ছোট পর্দার প্রিয়মুখ, নিয়মিত অভিনেতা তিনি। কাজ করেছেন কিছু চলচ্চিত্রেও। চিত্রনায়িকা পূজার সঙ্গে মুক্তির অপেক্ষায় তার ‘জ্বিন’ নামের ছবি। সজলের ব্যস্ততা ছোটপর্দাকে ঘিরেই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং করছেন তিনি।
আপনার মন্তব্য দিন