ছায়াছন্দ প্রতিবেদক : নিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে এক বিভাগে । ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর ধরে। কিন্তু এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও বেশ ঝগড়া। সুনীল নিপাকে সন্দেহ করে, মানসিক টর্চার করে। নিপা সুনীলকে বোঝাতে চায় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর ভালবাসায় বিশ্বাস থাকাটাই জরুরী। কিন্তু সুনীল একরোখা । আর এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া চলেই তাদের মাঝে। এদিকে আদনান নামের একটি ছেলে ভর্তি হয় তাদের একই বিভাগে। ফ্রাস্ট্রেট নিপা সুনীলের কথা সব খুলে বলে আদনানকে। তৈরি হয় নিপা ও সুনীলের মধ্যে দূরত্বের। ঘটনাক্রমে একসময় নিজের ভুল বুঝতে পারে সুনীল। তারপর গল্প মোড় নেয় অন্য দিকে।
এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসি একটু বেশি’। কুদরত উল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবির। এতে সুনীল চরিত্রে অভিনয় করেছেন সজল। নিপা চরিত্রে অভিনয় করেছেন শারমিন আখিঁ। আর আদনান চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান। আজ ৫ আগষ্ট (রবিবার) রাত ৯টায় গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
আপনার মন্তব্য দিন