
এই প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, বিউটি আমাদের গাজীপুরের মেয়ে। দুর্ঘটনার পর তার পরিবারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। খোঁজখবর নিচ্ছি। তার স্বামীর সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমার কথা হয়েছে। এই বিষয়টি মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করলে তিনি তার চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে জানিয়েছেন।
এদিকে সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আয়োজিত একটি কনসার্টে এই বিষয়ে ঘোষণা দিয়েছেন মেয়র। বিউটির স্বামী রাজীব বলেন, মেয়র মহোদয় বিউটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন। আনজাম ভাইয়ের মাধ্যমে বিষয়টির সমন্বয় হচ্ছে। তিনি আমাদের সবসময় খোঁজখবরও রাখছেন। আমরা মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জানা গেছে, বিউটিকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় বিউটি ডান হাত, ডান পা, বা কাঁধ ও মুখে মারাত্নক আঘাত পেয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের কারণে বিউটি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন। দুর্বলতা কাটিয়ে ওঠার পর অস্ত্রপচারের মাধ্যমে তার পরবর্তী চিকিৎসা করা হবে।
উল্লেখ্য, ১৩ মার্চ চট্টগ্রামের মিরসরাই নামক স্থানে উল্টো পথে লরি এসে বিউটিদের বহনকারী মাইক্রোবাসকে আঘাত করে। এই ঘটনায় প্রাণ হারান বাংলাদেশী সংগীত জগতের জনপ্রিয় দুই যন্ত্রশিল্পী হানিফ ও পার্থ গুহ।
আপনার মন্তব্য দিন