ছায়াছন্দ প্রতিবেদক : নতুন একটি গানে কণ্ঠ দিলেন প্রথিতযশা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এটি তার প্রথম মিউজিক্যাল ফিল্ম।সঙ্গে গাইলেন মোমিন বিশ্বাস।দ্বৈতভাবে গাওয়া এ গানের শিরোনাম ‘সুখের অসুখ’। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী রামপুরার একটি স্টুডিওতে দ্বৈতকণ্ঠের এ গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন ও মোমিন বিশ্বাস। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, মোমিন খুব মেধাবী ছেলে। খুবই চমৎকার সুর করেছে গানটির। আমার সঙ্গে গেয়েছেও বেশ ভালো। শুনেছি, গানটা নিয়ে বেশ ভালো পরিকল্পনা রয়েছে আয়োজকদের। মিউজিক্যাল ফিল্ম আকারে ছাড়বে। কথা, সুর ও গায়কী মিলিয়ে গানটা ভালো হয়েছে। এখন বাকি কাজগুলো ঠিকঠাক হলে ভালো কিছুই হবে। কৃতজ্ঞতা গানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি। মিউজিক্যাল ফিল্ম সম্পর্কে জানতে চাইলে সাবিনা ইয়াসমীন বলেন, এখনই বিস্তারিত বলতে পারছি না। প্ল্যান চলছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে এটা বলা যায়, আগামী বছরের শুরুতে মিউজিক্যাল ফিল্ম আকারে গানটি শ্রোতা-দর্শকরা পাবেন।
কিছু কিছু সুখ আছে সুখী হতে চায় না, কিছু কিছু দুঃখ আছে দুঃখের ভাগ নেয় না – এমন কথার গানটি প্রকাশ পাবে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এইচএম ভয়েস’র ইউটিউব চ্যানেলে। গানটির সুরকার ও গায়ক মোমিন বিশ্বাস বলেন, ‘আমার জন্য এটা নিঃসন্দেহে বিরাট একটা প্রাপ্তি! যার গান শুনে বড় হয়েছি, গান গাওয়ার দুঃসাহস করেছি- সেই কিংবদন্তি সাবিনা ইয়াসমীন’র সঙ্গে গাইতে পারাটা অনেক বড় একটা অর্জন! অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীন আপার প্রতি এবং ধন্যবাদ জানাই গীতিকবি শেখ নজরুলের প্রতি- এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত করার জন্য।
আপনার মন্তব্য দিন