ছায়াছন্দ প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সম্প্রতি প্রকাশ হয়েছে নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নতুন গান ‘রক্ত জরিমানা’ শিরোনামে। গানের কথা লিখেছেন রাজুব ভৌমিক আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার এলাকায় ‘রক্ত জরিমানা’ গানের ভিডিওর শুটিং হয়েছে।গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, আমরা যেসব গান গাই, একেকটা গানের লেখার ধরন একেক রকম। সুরও অন্য রকম। এ গানে ভাষা আন্দোলনের একটি চমৎকার গল্প তুলে আনা হয়েছে। গানটি অনেকটা ওই সময়ের স্মৃতিচারণার মতো। আমার কাছে সুরটা মনে ধরেছে। খুবই মেলোডিয়াস। কথাও ভালো লেগেছে। গেয়েও তৃপ্ত হয়েছি। অনেক দিন পর ভাষা দিবসের সুন্দর একটি গানের অংশ হলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
এদিকে কিছুদিন আগে নকীব খানের সুর ও সঙ্গীত পরিচালনায় কৌশিক শংকর দাসের ‘পাঞ্চ’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। গানটির শিরোনাম ‘এখনো অলস রাত বাকি’। সামিনা বলেন, কথা ও সুর মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে।বেশ বিরতির পর সিনেমার গানে কণ্ঠ দিলাম। খুব ভালো লাগছে।
আপনার মন্তব্য দিন