ছায়াছন্দ প্রতিবেদক : তিনি ডিজে সনিকা নামেই বহুল পরিচিত। পুরো নাম মারজিয়া কবির সনিকা। ডিজে সনিকা নামেই পরিচিত দেশের আলোচিত ও জনপ্রিয় এই নারী ডিজে। বিভিন্ন উৎসব ও কনসার্টে নিয়মিত ডিজে পরিবেশন করে পেয়েছেন দারুণ পরিচিতি আর বিশাল জনপ্রিয়তা। তবে করোনা পরিস্থিতিতে তিনি বেশ নীরব আছেন। কেননা এই সময়ে ডিজে শো তেমন একটা আয়োজন হচ্ছে না।
এদিকে ডিজে প্লে করা ছাড়া গানও করেন সুন্দরী গ্ল্যামারাস রমনী সনিকা। তিনি বিভিন্ন সময়ে নিজের গান প্রকাশ করেছেন। সনিকা জানিয়েছেন, গান গাওয়ার ধারাবাহিকতায় খুব শীঘ্রি প্রকাশ হতে যাচ্ছে তার নতুন একটি গান। সনিকা জানান, চ্যানেল আই থেকে তার নতুন গানটি প্রকাশ পাবে।
জানা গেছে, বেশ কয়েক বছর আগে বিয়ে করা এই সুন্দরী ডিজে এক সন্তানেরও মা। কিন্তু সনিকা বর্তমানে একজন সিঙ্গেল মাদার। তার একটি কন্যা সন্তান রয়েছে। নিজের সিঙ্গেল জীবনটা কেমন উপভোগ করেন সেই প্রসঙ্গে সম্প্রতি এক ফেসবুক পোস্টে সনিকা বলেন, সিঙ্গেল জীবনটা বেশ ভালোই উপভোগ করছি।
ওই পোস্টে তিনি আরও লিখেন – কিছু সময় আমি সিঙ্গেল জীবনকে ঘৃণা করি। মাঝেমধ্যে মনে হয় একজন প্রেমিক দরকার! কিন্তু তারপর আমি আমার অতীতের কষ্টের দিনগুলোর কথা ভাবি। আমি আবার আঘাত পেতে চাই না। অনেক সয়েছে এই হৃদয়। সিঙ্গেলই ভালো। এভাবেই ভালো আছি। তারপরও হয়তো কোনোদিন আল্লাহ্ আমার জন্য সঠিক একজন মানুষ পাঠাবেন। আল্লাহ্ আমাকে অতীতের খারাপ দিনগুলো ভুলিয়ে দেবেন। আল্লাহ্ আমার হৃদয়কে আবার ভালোবাসার জন্য তৈরি করে দেবেন। হয়তো!
আপনার মন্তব্য দিন