ছায়াছন্দ প্রতিবেদক : ঢাকার চলচ্চিত্রের আলোচিত নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ ক্রমশ ব্যস্ত হয়ে ওঠছেন তার পেশাগত ক্ষেত্রে। গেল বছরের শেষে বিএফডিসিতে রফিক শিকদারের “বসন্ত বিকেল” ছবির জমকালো মহরতের মাধ্যমে ঢালিউডে পা রাখেন উত্তরবঙ্গীয় এই সুদর্শনা তরুণী। ছবির শুটিং শুরু হলেও করোনার জন্য কিছু কাজ বাকি ছিল। সেই বাকি অংশের শুটিং গেলো ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত করলেন সুবাহ।
এই গ্ল্যামার গার্ল জানান, শেষ লটের শুটিংয়ে তার সঙ্গে অংশগ্রহণ করেন তানভির তনু, ওমর সানি, শাহনূর, সুচরিতা প্রমুখ। বসন্ত বিকেল ছবির এই লটের শুটিংয়ের মাধ্যমে করোনাকালে কাজে ফিরলেন বলে সুবাহ জানান। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে সুবাহ জানান, খুব শীঘ্রি তিনি নতুন ছবির শুটিং শুরু করছেন। ১৯ ডিসেম্বর (শনিবার) তার নতুন ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে ঢাকার একটি চাইনিজ রেস্তোরায়। ছবির নাম “মন বসেছে পড়ার টেবিলে”। এই ছবিতে তার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করবেন আশিক চৌধুরী।
নতুন ছবি প্রসঙ্গে সুবাহ বলেন, করোনার মধ্যে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও শুটিং করিনি। মহামারীর ভয় কাটিয়ে শুটিংয়ে ফিরেছি। আশা করি সব ঠিকঠাক থাকলে নতুন ছবির শুটিংও শুরু করতে যাচ্ছি।
সুবাহ জানান, মানান গাজীপুরীর পরিচালনায় নির্মিতব্য “মন বসেছে পড়ার টেবিলে” ছবিতে তিনি গেলো মাসে চুক্তিবদ্ধ হন। একই সময়ে তিনি জয় সরকারের “মতি বানু” নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো হলো মোহাম্মদ আসলামের “বদলা” ও “সমাধান” এবং দেওয়ান নাজমুলের “তোরে কত ভালোবাসি।”
নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল শাহ হুমায়রা সুবাহ “মন বসেছে পড়ার টেবিলে” ছবি প্রসঙ্গে জানান, ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় জুটি রিয়াজ – শাবনূর অভিনীত আব্দুল মান্নান পরিচালিত “মন বসে না পড়ার টেবিলে” ছবির সিক্যুয়াল হচ্ছে নতুন এই ছবিটি। একই পরিচালক তাকে আর আশিককে জুটি করে বানাচ্ছেন “মন বসেছে পড়ার টেবিলে” ছবিটি।
এই ছবিতে নিজের চরিত্র নিয়ে সুবাহ বলেন, ছবিতে আমার চরিত্র স্কুল পড়ুয়া ফাঁকিবাজ একটা মেয়ের। পড়ালেখা না করে শুধু ফাঁকি দেয়। একটা পর্যায়ে পড়ায় মন বসে। রোমান্টিক গল্পে নির্মাণ করা হচ্ছে ছবিটি। এটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
মাহি কথাচিত্র প্রযোজিত “মন বসেছে পড়ার টেবিলে” ছবিটির শুটিং শুরু হবে ২১ ডিসেম্বর থেকে একটি ফাইটিং দৃশ্য দিয়ে। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে বলে জানান সুবাহ। জানা গেছে, এরইমধ্যে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে “সুজুকি” ও “প্রেমে অনেক জ্বালা” নামের দুটি চলচ্চিত্র নির্মাণ শেষ হয়েছে।
আপনার মন্তব্য দিন