
জানা যায়, পশ্চিমবঙ্গের বর্ধমান – দুর্গাপুর অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ওয়েব সিরিজটির শুটিং। এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন কলকাতার গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত। চলতি বছরের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল, নাজিম উদ্দিনের এই আলোচিত উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। এটি প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। জানানো হয়, এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও অভিনয় করবেন।

জানা যায়, এর পরপরই সৃজিত মুখার্জি এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ। তিনি ওই টুইটে লেখেন – এটি হইচই এর সঙ্গে আমার প্রথম কাজ। বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না। যা-ই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
কিন্তু শেষ পর্যন্ত বাঁধনকে নিয়েই শুটিং করছেন নির্মাতা সৃজিত।
আপনার মন্তব্য দিন