ছায়াছন্দ ডেস্ক : অবশেষে শুরু হচ্ছে রিমা কাগতির ওয়েব সিরিজ ‘ফ্যালেন’। এতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। করোনার আগেই এই ওয়েব সিরিজটিতে কাজ করার বিষয়ে সম্মতি দিয়ে ছিলেন সোনাক্ষী। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে শুরু হবে এর শুটিং। এতে প্রধান চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী। এদিকে ভারতের এক জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেন, সিরিজটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে অজয় দেবগন ও সঞ্জয় দত্তের। এই সিরিজে আরো অভিনয় করবেন গুলশান দেওয়াইয়া, সোহুম শাহ ও গল্লি বয় খ্যাত বিজয় ভার্মাসহ অনেকে।
জানা গেছে, সবকিছু সময়মতো শেষ হলে ‘ফ্যালেন’ সিরজিটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে বলে। এদিকে, এক সপ্তাহের জন্য নির্মাতা রিমা কাগতি ৩৫ জন ক্রু নিয়ে রাজস্থান যাবেন। এই সময়সূচিতে, তিনি লকডাউনের সময়কালের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার পরিকল্পনা করছেন। পরিস্থিতি কিছুটা আরও ভাল হলেই ‘ফ্যালেন’- এর শুটিংয়ে ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা যোগ দেবেন।
আপনার মন্তব্য দিন