ছায়াছন্দ প্রতিবেদক : আসছে ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সারা বিশ্বের নারীদের প্রতি সম্মান জানানোর জন্যেই সাড়ম্বরে এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়। অথচ ২ মার্চ ( মঙ্গলবার ) দেশের একটি দৈনিক পত্রিকার ফিচার পাতায় কালো মেয়েদের নিয়ে লেখা একটি ফিচার নিয়ে সোশ্যাল মিডিয়া সরব হয়ে ওঠেছে। সেটি নিয়ে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক – গায়িকা লোপা হোসেইন তার ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। ওই ফিচারে বর্ণ বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি। লোপা হোসেইন এর সেই লেখাটা হুবহু তুলে ধরা হলো।
একটি পত্রিকার বিশেষ পাতায় দুজন কৃষ্ণবর্ণ নারীর ছবি দিয়ে শিরোনাম করেছে “কালো,তবুও সুন্দর”। মানে কি ভাই? যার গায়ের রঙ ফর্সা,কেবল সেই সুন্দর! আর যাদের গায়ের রঙ কালো,তাদের স্বান্তনা দিচ্ছে যে “তোমরাও সুন্দর হতে পারো যদি নিজেদের ঠিকভাবে ক্যারি করতে পারো”। মানে যাদের গায়ের রঙ সাদা, তারা সপ্তাহে একদিন গোসল করলে,মুখে দুর্গন্ধ থাকলে, উল্টাপাল্টা কাপড়চোপড় পরলে,মাথায় উকুন থাকলে আর অশুদ্ধ, নোংরা ভাষায় কথা বললেও তারা সুন্দর। কারণ তাদের গায়ের চামড়া সাদা। আর যারা কালো,তাদের সুন্দর লাগার জন্য এসবকিছু মেনে চলতে হবে। নইলে লোকে ফিরেও তাকাবে না, “ভালো পাত্র”র সাথে বিয়ে হবেনা, তাইনা? ছবির দুজনই নারী৷ মানে গায়ের রঙ কালো হওয়া নিয়ে ভাববে নারীরা৷ পুরুষ তো পুরুষই৷ তারা কালো হইলেও কোন টেনশন নাই। তাইনা? এত গোবর মগজের ভিত্রে ঢুকাইসেন কোন দিক দিয়ে ভাইয়া/আপু?
ইন্ডিয়াতে একটা সাবানের বিজ্ঞাপন আছে যেখানে দেখায় কতগুলো ছোট্ট শিশু পরীক্ষা দিতে যাবার আগে চোখ বন্ধ করে একটা সাদা চামড়ার মেয়ের কাছে যায় যে সেই বিশেষ সাবান দিয়ে গোসল করে। সেই মেয়ের চেহারা নাকি তাদের জন্য “লাকি”,কারণ সে সুন্দর (পড়ুন সাদা)। কি ভয়ংকর বর্ণবাদ শেখানো হচ্ছে কোমলমতি শিশুদের! যার ত্বক উজ্জ্বল নয়,সে কারও জন্য “লাকি ফেইস” হতে পারেনা?!!! সুন্দর বা সৌন্দর্য – এর সংজ্ঞা কি? কে সুন্দর আর কে অসুন্দর? সৌন্দর্য মাপার কোন যন্ত্র আছে কি? কোন বিশেষ নিয়মনীতি আছে যার সাথে মিললে আপনি কাউকে সুন্দর আর কাউকে অসুন্দর বলতে পারেন?
কয়েকদিন পর দুজন মোটা নারী – পুরুষের ছবি দিয়ে হয়ত অন্য কোন পত্রিকায় এরকম শিরোনাম দেখবো – “মোটা,কিন্তু কিউট”। আবার এমনও দেখতে পারি – “সাদা,কিন্তু শয়তান”। কোনকিছুই আর অসম্ভব মনে হচ্ছেনা লেখাপড়া জানা মূর্খদের দেশে…
আপনার মন্তব্য দিন