
এস এ আরেফিন শুরুতে মঞ্চে কাজ করেতেন। প্রথমে উত্তরা থিয়েটারে কাজ করেন। তারপর যুক্ত হন থিয়েটার স্কুলের দশম ব্যাচে। এরপর নাট্যকেন্দ্র। মাঝে জীবনের তাগিদে দীর্ঘ ১৫ বছর মধ্যপ্রাচ্যে কর্মরত ছিলেন আরেফিন। দেশে ফিরে এসে প্রাণের তাগিদে আবারও মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। নিয়মিত কাজ করছেন ছোট পর্দায়। এস এস আরেফিন অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- মারুফ মিঠুর পরিচালনায় ‘সেই রকম ঘুষখোর’, অনন্য ইমন এর ‘কাঠ পুতুলের গল্প’, এফ জামান তাপসের ‘ইন্টার মিডিয়েট থার্ডইয়ার’, সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় ‘উচ্চতর ভালোবাসাসহ আরো অনেক। নাটকের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন এস এ আরেফিন। এর মধ্যে বাটারফ্লাই, বাংলাদেশ ব্যাংক, আরএফএল রয়্যাল চেয়ার, জয়া ন্যাপকিন ও ব্যাংক এশিয়াসহ অনেক বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন এস এ আরেফিন।
এস এ আরেফিন বলেন, আমি প্রাণের তাগিদে অভিনয় করি৷ এটা যে কি নেশা বলে বোঝাতে পারবো না৷ নেশার টানেই দীর্ঘদিন পর দেশে ফিরে এসে আবারও কাজ শুরু করেছি। বর্তমানে ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ নামে যে ধারাবাহিকটিতে হিজড়া চরিত্রে কাজ করছি সেটি অনেক চ্যালেঞ্জিং। তবে আমি বেশ উপভোগ করছি। দর্শকেরও ভালো সাড়া পাচ্ছি। আমি নাটকের সঙ্গেই জীবন কাটিয়ে দিতে চাই। ভালো সুযোগের অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, সুযোগ পেলে আমি ভালো কিছু করতে পারবো। সবার কাছে দোয়া চাই।
আপনার মন্তব্য দিন