ছায়াছন্দ প্রতিবেদক : করোনাকালীন একাকীত্ব আর অবসর সময়েও নতুন রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় মডেল – অভিনেত্রী মিথিলা। জানা যায়, তিনি হিন্দুয়ানী সাজ তথা শাখা – পলা পরে ক্যামেরার সামনে এসেছেন। মোহময়ী মিথিলাকে দেখে বন্ধু, অনুরাগীরাও প্রশংসায় একেবারে পঞ্চমুখ।
জানা যায়, গায়ক – অভিনেতা ও মডেল তাহসানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মুসলিম হয়ে হিন্দু ধর্মের মানুষকে বিয়ে করার জন্য একাধিকবার নেটজনতার কটাক্ষের শিকার হয়েছেন মিথিলা। কিন্তু তাতে কী, তার ভালবাসা আর মনের টানই তো আসল। তাই একে অপরের আচার – রীতি মানিয়ে নিতেও তারা কুণ্ঠাবোধ করেন না। আর তারকাদম্পতির এই স্পিরিটকেই অনুরাগীরা বারবার কুর্নিশ জানিয়েছেন।
জানা গেছে, মিথিলার এই নতুন হিন্দুয়ানী সাজের ছবি দেখে অনেকে বলছেন, কী মিষ্টি! শাখা – পলায় দিব্যি মানিয়েছে তোমাকে।
করোনার কারণে বিয়ের পর গেলো কয়েক মাস ধরে ‘মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জীর দেখা হয়নি। করোনাই তাদের বিরহের একমাত্র কারণ। পদ্মাপারে আটকে রয়েছেন মিথিলা। আর কলকাতার বাড়িতে বসে সিনেমা, ওয়েব সিরিজের কাজে মগ্ন সৃজিত। সাড়ে তিন মাস ধরে মেয়ে আইরার সঙ্গে পদ্মাপাড়ে থাকলেও মিথিলা ও সৃজিত কিন্তু একে অপরের মনের অনেক কাছাকাছি। জানা গেছে, স্বামী সৃজিতের মত মিথিলাও এই লকডাউন অবসরকে সৃজনশৈলীর কাজে লাগিয়েছেন।
আপনার মন্তব্য দিন